Advertisement

স্বাস্থ্য সাথী কার্ড application status chake। আপনার পরিবারে কার-কার নাম আছে দেখুন

 

পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের স্বাস্থ্য সুরক্ষা দেয়ার জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ "স্বাস্থ্য সাথী" প্রকল্পের সুবিধা পাবে। ভারতবর্ষের এই প্রথমবার অভিনব প্রকল্পের জাতি-ধর্ম -বর্ণ-লিঙ্গ-অঞ্চল নির্বিশেষে বাংলার প্রতিটি মানুষ পাবে "স্বাস্থ্য সাথী"-র সুরক্ষা।  

স্বাস্থ্য সাথী সুবিধা: 

  • বছরে পরিবার পিছু 5 লক্ষ টাকা অবধি চিকিৎসা সুবিধা পাওয়া যাবে। 
  • রাজ্য ও ভিন রাজ্য মিলিয়ে 1500টি হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে। 
  • পরিবার পিছু একটি করে কার্ড দেওয়া হবে। একটি কার্ডের মধ্যে পরিবারের সকল সদস্য তথ্য উল্লেখ থাকবে। 
  • সকল জটিল রোগের চিকিৎসা এখন বিনামূল্যে এবং ক্যাশলেস হবে। 
আপনার পরিবারে কার-কার নাম আছে দেখুন :
আপনার পরিবারের কার-কার স্বাস্থ্য সাথী কার্ডের নাম রয়েছে তা দেখার জন্য আপনাকে স্বাস্থ্য সাথী প্রকল্পের offical https://swasthyasathi.gov.in এ আস্তে হবে। এই কাজটা আপনি আপনার মোবাইলের মাধ্যমে করতে পারেন। আপনার ব্রাউসার টাকে ডেস্কটপ মোডে রাখবেন তাহলে কোনো রকম সমস্যা হবে না। 
  1. স্বাস্থ্য সাথীর offical ওয়েবসাইটে এসে উপরের Menu-তে "Find Your Name" এ click করবেন। 
  2. এবার নতুন পেজ ওপেন হবে ওখানে যে ফোন নাম্বার ফ্রম ফিলাপের সময় দিয়েছিলেন সেই ফোন নাম্বার বসাবেন এবং Find Name For এর জায়গায় select করবেন "Yourself" তারপরে Submit করবেন।   
  3.  Submit করার পরে আরেকটা নতুন পেজ ওপেন হবে এখানে আপনার কিছু তথ্য ফিলাপ করতে হবে। 
1st , আপনার state অটোমেটিক West bengal selerct থাকবে। 
2nd, আপনার নিজের District select করতে হবে। 
3rd , Select By option টাতে ক্লিক করে "Khadya sathi Ration card No" Select করে নেবেন এবং আপনার রেশন কার্ডের ক্যাটাগরি Select করে নেবেন, তারপরে Ration card No বসিয়ে Submit করবেন। 

Submit করার পরে পেজের নিচে আপনার পরিবারের সকল সদস্যের নাম দেখাবে। আপনার রেশন কার্ডে যে তথ্য রয়েছে সেই তথ্য সোও করবে।  

Post a Comment

0 Comments