Advertisement

Mi 10T 5G | Specifications & Price in india


 Xiaomi (Mi) ইন্ডিয়ার নম্বর স্মার্টফোন কোম্পানি। Xiaomi তাদের প্রথম 5G স্মার্টফোনে Mi 10T সেপ্টেম্বর মাসে 30 তারিখে বাজারে চালু করে। Mi 10T 5G তে রয়েছে 64MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, Qualcomm Snapdragon 865 octa core processor রয়েছে তাই 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে, 5,000mAh এর বড়ো ব্যাটারী রয়েছে। চলুন আবার Mi 10T 5G ফোন সমন্ধে বিস্তারিত জানাজাক-

Mi 10T 5G Specifications:


 Mi 10T-তে ডুয়াল SIM (ন্যানো)  কার্ড সাপোর্ট করবে।Mi 10T Android 10 এর ভিত্তিতে চলে। Mi 10T তে 6.67  ইঞ্চি FHD+ LCD পাঞ্ছহল Display সঙ্গে 1080x2400 pixels resolution রয়েছে। এটিতে Qualcomm Snapdragon 865 octa core processor রয়েছে যা 5G নেটওয়ার্ক সাপোর্ট করে  এবং Mi 10T 5G দুই প্রকারের RAM ভেরিয়েন্ট রয়েছে 6GB ও 8GB RAM ও 128GB ROM  (ইন্টারনাল স্টোরেজ) রয়েছে। এই ফোন উপরে ও  নিচের দিকে দুটি স্পিকার রয়েছে এর জন্য অসাধারণ অডিও ইনজয় করতে পারবেন। 

Mi 10T 5G ফোনের পিছনের দিকে রয়েছে 64MP (Sony IMX682 প্রাইমারি ক্যামেরা) + 13MP (Ultra Wide Angel Camera) + 5MP (Macro camera) .এই ক্যামেরার মাধ্যমে 8K পর্যন্ত ভিডিও রেকর্ড যাবে। ফ্রন্টে রয়েছে 20MP ক্যামেরা। 

Mi 10T 5G-তে 5,000mAh battery রয়েছে যা 33W fast charging  সাপোর্ট করে ফলে 59 মিনিটে 100% চার্জ করতে সক্ষম। 
এছাড়াও রয়েছে 5G নেটওয়ার্ক সাপোর্ট করে Wi-Fi 6, USB 2.0, Type-C, এবং Earphone jack নেই এর জন্য Earphone jack ডঙ্গল use করতে হবে এবং ডিসপ্লে-এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস unlock রয়েছে। Mi 10T 5G-এর ওজন 214 গ্রাম। 

Price in India:

Mi 10T 5G ফোনটি দুটি ভেরিন্টের পাওয়া যায় তাই দামও ভিন্ন 
6GB RAM ও 128GB স্টোরেজ ₹ 35,999
8GB RAM ও 128GB স্টোরেজ ₹ 37,999


Post a Comment

0 Comments