Advertisement

ক্রোমোজোম সমন্ধে বিস্তারিত বিবরণ (Deatils of Chromosome)

 ক্রোমোজোমের সংজ্ঞা (Definition of Chromosome):

নিউক্লিয়াস মধ্যস্ত নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত যে সূত্রাকার বা দন্ডাকার বস্তু বংশানুক্রমে জীব বৈশিষ্ট্য সঞ্চারিত করে , তাকে ক্রোমোজোম (Chromosome) বলে। 
Chromosome

একটি নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যা সবসময় ধ্রবক থাকে। জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড (n) প্রকৃতির ,আবার দেহ কোষে ক্রোমোজোম ডিপ্লয়েড (2n) প্রকৃতির। শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম ট্রিপ্লয়েড (3n) প্রকৃতির। 

ক্রোমোজোমের কাজ (Funcation of Chromosome):

  1. ক্রোমোজোমে অবস্থিত জিন (DNA) এককোষ থেকে অপর কোষে জিনঘটিত বার্তা বহন করে। 
  2. ক্রোমোজোম বংশগত বৈশিষ্ট্য-এর ধারক ও বাহক রূপে কাজ করে। 
  3. ক্রোমোজোম  অবস্থিত জিন জীবের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। 
  4. ক্রোমোজোমের হেটারোক্রোমাটিন অংশ নিউক্লিয় বস্তু উৎপাদন করে। 
  5. ক্রোমোজোমে অবস্থিত RNA সাইটোপ্লাজমে জিনঘটিত বার্তা বহন করে। 
  6. কোষের সংশ্লেষ ক্ষমতার সঙ্গে ক্রোমোজোমের নিবিড় সম্পর্ক আছে। 

ক্রোমোজোমের গুরুত্ব (Importance of Chromosome):

বংশগত বৈশিষ্ট্য পরিবহনে ক্রোমোজমের গুরুত্ব অপরিসীম। ক্রোমোজোম কোশের একটি বিশেষ উপাদান ,এটি প্রজাতির সমস্ত রকম জৈবিক এবং বংশগতীয় ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। ক্রোমোজোম গুরুত্বগুলি হল--
  1. ক্রোমোজোম বংশগত উপাদান বা জিন ধারণ ও বহন করে। 
  2. ক্রোমোজোম প্রজাতির বংশগত বৈশিষ্ট্যগুলিকে বংশানুক্রমে বহন করে। 
  3. ক্রোমোজোম  জীবকোশের সমস্তরকমের জৈবরাসায়নিক বা শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ গুলি নিয়ন্ত্রণ করে। 
  4. কোশ বিভাজনের সময় ক্রোমোজোমের পরিবর্তনের ফলে জিনের পুনর্বিন্যাস ঘটে এবং অভিব্যক্তির ধারাকে বজায় রাখে। 

Post a Comment

0 Comments