Advertisement

OnePlus Nord 5G | Specifications & Price in india

 

OnePlus আগস্ট মাসে তাদের নতুন 5G স্মার্টফোন OnePlus Nord লঞ্চ করে। এই OnePlus Nord এর লুক অসাধারণ। এটি অনেকটা OnePlus 8 ফোনটার মতো দেখতে। OnePlus Nord থাকছে 48 MP Sony IMX586 sensor ক্যামেরা এই ক্যামেরার সাহায্যে 4K ভিডিও রেকর্ড করতে পারেন এবং Qualcomm Snapdragon 765G processor রয়েছে যা 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। OnePlus Nord এর অপারেটিং সিস্টেম হল OxygenOs.

OnePlus Nord 5G specifications:


OnePlus Nord তে ডুয়াল (ন্যানো) sim কার্ড সাপোর্ট করবে (একটা 5G+একটা 4G / দুটো 4G, কখনো দুটো 5G sim কার্ড সাপোর্ট করবে না)। ফোনটি OxygenOs Android 10 এর ভিত্তিতে চলে। OnePlus Nord তে 6.44 ইঞ্চি fluid Amoled display সঙ্গে 2400 x 1080 pixels resolution রয়েছে, Corning Gorilla Glass 5 এর সুরক্ষা পাবেন। আপনি অসাধারণ ভিডিও দেখার এক্সপেরিমেন্স পাবেন। এটিতে Qualcomm Snapdragon 765G 5G  Processor রয়েছে এবং দুটি ভেরিয়েন্ট RAM ও ইন্টারনাল স্টোরেজ পাওয়া যায় 8GB RAM - 128GB ROM  ও 12GB RAM 265GB ROM (ইন্টারনাল স্টোরেজ) । কোনো এক্সট্রা মেমোরি কার্ড লাগানো যাবে না। 

OnePlus Nord ফোনের ক্যামেরা গুলো অসাধারণ- ফোনের পিছনের দিকে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ- 48MP (Sony IMX586 Main Camera) +8MP (Ultra Wide Angel Camera) +5MP (Depth Camera) +2MP (Macro camera). এই ব্যাক ক্যামেরার  মাধ্যমে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন।  ফ্রন্টে রয়েছে ডুয়াল  ক্যামেরা সেটআপ- 32MP (Sony IMX616 Main Camera) + 8MP (Ultra Wide Angel Camera) . ব্যাক ক্যামেরার মতো আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। 

OnePlus Nord-তে 4,115mAh battery রয়েছে যা Warp Charge 30T সাপোর্ট করে ফলে যা 30 মিনিটে 70% চার্জ করতে সক্ষম। ফোন ব্যবহার করার সময় ফোন সেরকম গরম হবে না।  এছাড়াও রয়েছে ৫G নেটওয়ার্ক সাপোর্ট করে Wi-Fi 802.11Bluetooth 5.1, GPS, NFC, USB 2.0, Type-C, এবং Type-C earphone jack এবং ডিসপ্লে-এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও রয়েছে। OnePlus Nord-এর ওজন মাত্র 184 গ্রাম। 

Price in India:

OnePlus Nord ফোনটি দুটি ভেরিন্টের পাওয়া যায় তাই দামও ভিন্ন 
8GB RAM ও 128GB স্টোরেজ ₹27,999
12GB RAM ও 256GB স্টোরেজ ₹29,999

Post a Comment

0 Comments