Advertisement

Moto G9 Power Phone Specifications & Price in india



Motorola India-তে তাদের নতুন স্মার্টফোনে Moto G9 Power লঞ্চ করল 8th ডিসেম্বর 12pm ফ্লিপকার্ট এর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে। Moto G9 Power ফোনের ফাস্ট সেল শুরু হবে ফ্লিপকার্টে 15th ডিসেম্বর 12pm . Moto G9 Power ফোনে পিছনে রয়েছে 64MP ট্রিপল ক্যামেরা, 6০০০ mAh এর বড়ো ব্যাটারী। এই স্মার্টফোনটি দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপও দেয়, একবার চার্জ করে আরামসে সারাদিন গেমিং করতে পারবেন। 

Moto G9 Power Specifications

Moto G9 Power- তে ডুয়াল (ন্যানো) sim কার্ড সাপোর্ট করবে। ফোনটি Android 10 এর ভিত্তিতে চলে। Moto G9 Power-তে 6.78 ইঞ্চি HD+IPS display রয়েছে । এটিতে Qualcomm Snapdragon 662 SoC Processor রয়েছে এবং 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এক্সট্রা 512GB মাইক্রো SD কার্ড লাগানো যাবে। 

Moto G9 Power ফোনের ক্যামেরা গুলো অসাধারণ- ফোনের পিছনের দিকে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ- 64MP (Main Camera)+2MP (Macro Camera)+2MP (Depth Camera), ফ্রন্টে রয়েছে 16MP পঞ্ছহল  ক্যামেরা। 

Moto G9 Power-তে 6,000mAh battery রয়েছে যা 20W Flash Charging  সাপোর্ট করে। এছাড়াও রয়েছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C, and a 3.5mm headphone jack এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে। Moto G9 Power-এর ওজন মাত্র 221 গ্রাম। 

Price in India

Moto G9 Power-এর দাম রাখা হয়েছে Rs- 11,999 টাকা। Flipkart-অনলাইন কেনার ক্ষেত্রে কিছু offers রাখা হচ্ছে-
1. HDFC ব্যাংকের Debit & Credit card থেকে পেমেন্ট করলে instant Flat Rs-1,750 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। 

Post a Comment

0 Comments