Advertisement

Infinix Smart HD 2021 | Specifications & Price in india

 

Infinix আবারো মোবাইল ফোনের বাজারে ধুমমাচিয়ে দিলো। এবার Infinix 5,999 টাকায় তাদের নতুন স্মার্টফোন Infinix Smart HD 2021 নিয়ে আনলো। Infinix Smart HD 2021- ফোন থাকছে 5,000mAh Battry, ফিঙ্গার প্রিন্ট ও ফেস unlock সেন্সর , 8MP প্রাইমারি ক্যামেরা। করোনা পরিস্থিতে দরিদ্রি বাচ্চাদের অনলাইন ক্লাস এটেন্ড থাকার জন্য Infinix এমন  পদক্ষেপ নিলো। ফলে দরিদ্রি বাচ্চাদের / মানুষদের  অল্প টাকা একটা ভালো স্মার্টফোন মিলবে। 

Infinix Smart HD 2021 specifications:


Infinix Smart HD 2021 তে ডুয়াল (ন্যানো) sim কার্ড সাপোর্ট করবে। ফোনটি XOS 6.2 Android 10 (Go edition) এর ভিত্তিতে চলে। Infinix Smart HD 2021 তে 6.1  ইঞ্চি HD+LCD IPS display সঙ্গে 1560 x 720 pixels resolution রয়েছে। এটিতে Media Tek Helio A20 (Quad core) Processor রয়েছে এবং 2GB RAM ও 32GB ROM  (ইন্টারনাল স্টোরেজ) রয়েছে। এক্সট্রা 256GB পর্যন্ত মাইক্রো SD কার্ড লাগানো যাবে। 
  • DTS Surround Sound রয়েছে ফলে ফোনের উপর ও নীচে স্পিকার থাকার জন্য অসাধরণ অডিও injoy করতে পারবেন। 
Infinix Smart HD 2021 ফোনের পিছনের দিকে রয়েছে 8MP (f/2.0 Aperture) রিয়েল ক্যামেরা এবং দুটো ফ্ল্যাশ লাইট। সেলফি ও ভিডিও কলিং এর জন্য ফ্রন্টে রয়েছে 5MP (f/2.0 Aperture) ড্রপ নচ ক্যামেরা। 

Infinix Smart HD 2021-তে 5,000mAh battery রয়েছে যা 6W চার্জিং   সাপোর্ট করে। আপনি 28 ঘণ্টা নরমাল ভিডিও play করতে পারবেন। এই ফোনটি 4G নেটওয়ার্ক সাপোর্ট করে, Wi-Fi 802.11 a/b/g/n, USB Type-C, এবং 3.9 earphone jack এবং ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও  সামনে ফেস unlock রয়েছে। Infinix Smart HD-এর ওজন মাত্র 195 গ্রাম।

Price in India:

 Infinix Smart HD 2021 ফোনটি তিনটি রং পাওয়া যায়। এই ফোনের দাম রাখা হয়েছে ₹5,999 .

Post a Comment

0 Comments