Advertisement

সুরক্ষিত রাখুন আপনার গুগল একাউন্ট, নইলে চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে গুগল একাউন্ট

 

ইন্টারনেট জগতের বাদশা Google 2021 সালে 1st  জুন তার গ্রাহকদের জন্য একটা বড়সড়ো নিয়ম চালু করতে চলেছে। এই নিয়ম অনুযায়ী একাধিক গুগল একাউন্ট (gmail) ব্যবহার কারীরা একটু দুশ্চিন্তায় পড়বে। কোনো এই দুশ্চিন্তায় পড়বে জানার জন্য গুগলের নতুন নিয়ম সমন্ধে জানুন - 2 বছরেরও বাসি সময় ধরে যেসমস্ত একাউন্ট (gmail) ইনএক্টিভ রয়েছে ,সেই সমস্ত একাউন্ট পুরোপুরি ডিলিট করে দেওয়া হবে। আগামী বছরের পয়লা জুন থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে। 

এই নতুন পলিসি শুরু হওয়ার আগেই সকল একাউন্ট হোল্ডারকে ইমেইল এর মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হবে গুগলের পক্ষ থেকে। 

 কিভাবে একাউন্ট (gmail) সুরক্ষিত রাখবেন: আপনি যে gmail একাউন্ট গুলো কোনো দিন ব্যবহার করেন না, সেই একাউন্ট গুলো 2 বছরের মধ্যে একবার use (gmail chake) করবেন। যে একাউন্ট গুলো আপনি সব সময় use করেন সেগুলোর তো কোনো চিন্তা নেয়। 

কেনো এমন নিয়ম আনলো google: গুগল চাইছে কম ডাটা স্টোরেজ খরচ করে বেশি use-এর ডাটা সেভ করতে। সেই কারণে ইনএক্টিভ use-দের ডাটা ডিলিট করে তাদের ডাটা বেসের স্টোরেজে স্পেসে রাখতে চাইছে। 

একটা ডাটা বেস তৈরি করার জন্য অনেক টাকা খরচ হয়। খরচটা কথা মাথায় রাখে গুগল নতুন নিয়ম চালু করতে চলেছে।  

Post a Comment

0 Comments