Advertisement

ঐক্যশ্রী Scholarship apply 2020-21

 ঐক্যশ্রী Scholarship apply 2020-21 

পশ্চিমবঙ্গের সরকার (মাননীয় মুখ্যমুন্ত্রী মমতা ব্যানার্জী) ২০১৯-২০ প্রথম ঐক্যশ্রী নামক scholarship চালু করেন পশ্চিম বঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের (বৌদ্ধ, খ্রীষ্টান, জৈন, মুসলিম, পারসি ও শিখ)মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের জন্য।এই সকল ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্যের জন্য সরকার ঐক্যশ্রী স্কলারশিপ scheme চালু করেছে। এর ফলে ছাত্র-ছাত্রীদের কিছুটা আর্থিক সাহায্য মিলবে লেখা-পড়ার জন্য।
 

ঐক্যশ্রী Scholarship Types:

এই ঐক্যশ্রী scholarship তিন প্রকারের -----

(i) Pre-matric Scholarship (class-I to class-X)

(ii) Post-matric Scholarship (class-XI to class-Ph.D)

(iii) Merit-com-Means Scholarship (pursuig techinical & professional courses)

ঐক্যশ্রী শর্তাবলী:

(i) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 

(ii) পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ, University-তে পড়াশোনা করতে হবে। 

(iii) পূববর্তী ফাইনাল পরীক্ষায় ৫০% marks থাকতে হবে। 

(iv) বাৎষরিক ইনকাম ২-২.৫ লক্ষের কম হতে হবে। 

Scholarship থেকে কত টাকা পাবে:

ঐক্যশ্রী Scholarship থেকে কত টাকা পাবেন নীচে তার চাট টা দেয়া হলো --

ঐক্যশ্রী scholarship এর আবেদন পদ্ধতি:


প্রথমে আপনাকে http://wbmdfcscholarship.in এই website টাতে চলে আসবেনএবং উপরের দিকে দেখতে পাবেন New Registration 2020-21 ওখানে click করে আপনার জেলাটা select করে নেবেন। এর পরে Registration ফর্মটা খুলে যাবে। 

 আপনার রেজিস্ট্রেশনটা  4টি ধাপে সম্পন্ন হবে -----
(i) STUDENT INFORMATION
(ii) SCHEME ELIGIBILITY
(iii) REGISTATION SUCESSFULL
(iv) STUDENT's LOGIN
                   এই ধাপ গুলো সম্পূর্ণ হলে একটা রিসিপ্ট চলে আসবে, এই রিসিপ্টটা প্রিন্টআউট করেনেবেন। প্রিন্ট আউট এবং ডকুমেন্ট সহ আপনি যেখান পড়াশোনা করেন সেখানে জমা করে দেবেন। এই ভাবে আপনার ঐক্যশ্রী scholarship-এর আবেদন সম্পন্ন হবে। 

Post a Comment

0 Comments