Advertisement

Add me to google search. Creat my visiting card

 আপনি প্রায় লক্ষ করবেন যে Google-এ শুধু মাত্র বিখ্যাত ব্যাক্তি বা জনপ্ৰিয় company এদের profile দেখতে পাবেন। যেকোনো সাধারণ ব্যাক্তি যেমন - আমি, আপনি নিজের নাম search করে কোনো profile দেখতে পাবেন না। বিখ্যাত ব্যাক্তি , কোম্পানি  এদের google profile আছে কারণ- এরা গুগলকে টাকা দিয়ে নিজের profile তৈরি করেছে। কিন্তু আজ থেকে আপনি নিজের নামের profile নিজে তৈরি করতে পারেন google সম্পর্ণ ফ্রীতে। 

                      ১২th august ২০২০-তে Google "Add me to search" নামক একটা নতুন Feature launch করে  শুধু মাত্র India. "Add me to search" Feature এর মাধ্যমে যে কোনো ব্যাক্তি google নিজের profile বানাতে পারে। এই profile এর মাধ্যমে নিজের সমন্ধে কিছু লিখতে পারেন। নিজের Website, Social media link share করতে পারেন এবং আপনার contact number, address share করতে পারেন। ফলে যেকোনো ব্যাক্তি আপনার profile দেখে আপনার সমন্ধে জানতে পারবে এবং আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। এক কথায় আপনি আপনার profile টাকে visiting card হিসাবে ব্যবহার করতে পারেন। 

"Add me to search" মাধ্যমে profile তৈরির শর্ত:

(i) "Add me to search" feature টা বর্তমানে শুধু মাত্র india-তে উপলব্ধ তাই আপনাকে ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে। 
(ii) Google  আপনার account ( name@gmail.com) থাকতে হবে। 
(iii) এই feature টা শুধু মাত্র mobile devices ( Android, iPhone, iPad ) এ কাজ করবে। 
(iv) Google app বা Google.com এ গিয়ে  আপনাকে আপনার profile তৈরি করতে হবে। 

কিভাবে নিজের profile তৈরি করবেন:

1.step: প্রথমে আপনি google গিয়ে search করবেন "Add me to search" এর পরে আপনার কাছে 'Add yourself to google search' option আসবে ওখানে Get started এ click করবেন।
 
2.step: আপনি যে google account দিয়ে আপনার profile তৈরি করতে চান সেই একাউন্ট select করেনেবেন। (আপনার gmail account যে নাম থাকবে সেই নাম দিয়ে আপনার profile তৈরি হবে)

3.step: আপনার কাছে Create a publisc profile নামে form খুলে যাবে সেখানে আপনার  যে details চাওয়া হচ্ছে সেগুলো fillup করবেন।
 
4.step: সব কিছু fillup হয়ে গেলে  Preview এ click করবেন এবং save করে দেবেন। 
এই ভাবে google profile সম্পন্ন হবে। 
                 আসা করছি আপনি সম্পন্ন বুঝে গেছেন। 

Post a Comment

0 Comments